কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : ‘বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ বুধবার সকালে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সপ্তাহ ব্যাপী কর্মসুচির অংশ হিসেবে এ কর্মসুচি পালন করা হয়।

কাপাসিয়া উপজেলা পরিষদের সামনে এ সমানববন্ধনে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক শিক্ষার্থী, সততা সংঘের সদস্য, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী ও শ্রমজীবি উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে ও সদস্য আজগর হোসেন খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) নাজমুস সাকিব, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা আশীষ কুমার কর, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ আইন উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাকি বিল্লাহ, শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা এটিম তৌহিদুজ্জামান, হিসাব রক্ষন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

(এসকেডি/এসপি/মার্চ ২৮, ২০১৮)