লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার চর-করফা গ্রামের মুক্তিযোদ্ধা আক্তার হোসেনের বাড়ি-ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই মুক্তিযোদ্ধার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বাড়ি-ঘরসহ মালামাল পুড়ে যাওয়ায় তিনি মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। 

গত বুধবার উপজেলার চর-করফা গ্রামের মৃত আঃ শুকুর শেখের ছেলে মুক্তিযোদ্ধা আক্তার হোসেনের বাড়িতে গিয়ে দেখা গেছে, তার বাড়ির টিনের ঘর গুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ।

মুক্তিযোদ্ধা আক্তার হোসেন কান্না জড়িত কন্ঠে বলেন, গত ১৩ মার্চ বিকালে পার্শ্ববর্তী দুলাল শেখের রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয় । মুহুর্তের মধ্যে আগুনে আমার নিজের ঘর, ছেলে বাকিয়ার শেখ, তোয়েব শেখ ও আরিফ শেখ ও পার্শ্ববর্তী শরিফুল, আমেনা বেগম ও জেসমিন বেগমের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

এসময় ঘরের ভিতর থাকা কলাই, মুশুরী, ধান,পাটসহ বিভিন্ন আসবাব পত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে আমিসহ অন্যরা অসহায় অবস্থায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছি। তিনি এব্যাপারে সরকারের প্রতি সহযোগিতা কামনা করেছেন।

(আরএম/এসপি/মার্চ ২৮, ২০১৮)