বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. অহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার এক মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৫০ কেজি  অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।

আটককৃতরা হলেন, জনৈক শামছুল হকের  ছেলে রতন মিয়া ও তাহের উদ্দিনের  ছেলে জসিম উদ্দিন।

আদালত রতন মিয়া থেকে ৭ হাজার ও জসিম উদ্দিন থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। উদ্ধারকৃত কারেন্ট জাল নান্দাইল উপজেলা পরিষদ প্রাঙ্গনে এনে আগুনে পুড়ে ফেলা হয়। এখানে উল্লেখ্য যে, এ ২টি দোকান থেকে তাড়াইল, আঠারবাড়ী, কেন্দুয়া, নান্দাইল উপজেলার সবর্ত্র কারেন্ট জাল বিক্রী হয়ে থাকে।

(এপি/জেএ/জুলাই ০৮, ২০১৪)