উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : মতলব উত্তর উপজেলার ফতেপুর এলাকায় স্বর্ণের চেইন বিক্রয়কে কেন্দ্র করে মাসুদ রানা (২৭) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অপরাধে ৩ যুবককে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।

বুধবার (২৮ মার্চ) দুপুর ১২টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হচ্ছেন- উপজেলার শাহবাজকান্দির (রসুলপুর) গ্রামের শাহজাহান শিকদারের ছেলে সুফিয়ান আহম্মেদ ওরফে শিবির (২২), দক্ষিণ ফতেপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ওরফে সুজন (২৩) ও একই গ্রামের মোশারফ সরদারের ছেলে মোঃ শরীফ হোসেন (২০)। হত্যার শিকার মাসুদ রানা মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেপুর গ্রামের বেপারী বাড়ির আঃ মান্নান ওরফে মুন বেপারীর ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি উল্লেখিত আসামিরা একটি স্বর্ণের চেইন মাসুদ রানার কসমেটিকস্-এর দোকানে বিক্রির উদ্দেশ্যে জমা রেখে ২০০০ টাকা দাবি করে। তবে মাসুদ রানা চেইনটি স্বর্ণের কিনা তা যাচাই করে টাকা দিবে বলে তাদেরকে ১৫০০ টাকা দেন। ৫শ’ টাকা বাকি রাখেন। পরে চেইনটি স্বর্ণের নয় সন্দেহ হলে তাদের কাছ থেকে ১৫শ’ টাকা ফেরৎ চান। তারা টাকা দিবে বলে সময় ক্ষেপণ করে। এরপর ওই দিন রাত ৮টার দিকে মাসুদ রানা দোকান বন্ধ করে চলে যান। এরপর থেকে মাসুদ রানা নিখোঁজ হন। পরদিন ২৭ ফেব্রুয়ারি গ্রামের এরশাদ বেপারীর পুকুরে মাসুদ রানার মরদেহ ভাসতে দেখে লোকজন ডাক-চিৎকার করে। পরে থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

মামলার বাদী মোঃ ফারুক বেপারী জানান, আসামিরা সংঘবদ্ধ হয়ে আমার ভাইকে ঘটনাস্থলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ৯টি আঘাত করে হত্যা করে। আদালত তাদেরকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করায় আমাদের পরিবার সন্তুষ্ট।
এই ঘটনায় মাসুদ রানার বড় ভাই মোঃ ফারুক বেপারী উল্লেখিত আসামিদের বিবাদী করে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সময়ের মতলব উত্তর থানার উপ-পরির্দশক (এসআই) খন্দকার মোঃ ইব্রাহীম ২০০৯ সালের ৩০ মে আদালতে চার্জশীর্ট দাখিল করেন।

সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মোঃ সাইয়েদুল ইসলাম বাবু জানান, দীর্ঘ প্রায় ১০ বছর মামলা চলমান অবস্থায় আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষী গ্রহণ করে। আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় তাদের উপস্থিতিতে ৩০২/৩৪ দণ্ড বিধিতে আসামিদের প্রত্যেককে মৃত্যুদণ্ড এবং একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন বিচারক। সরকার পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন অ্যাডঃ দেবাশীষ কর মধু। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ ইকবাল বিন-বাশার ও অ্যাডঃ সেলিম আকবর।

(ওএস/এসপি/মার্চ ২৮, ২০১৮)