রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ২০১৪-১৫ অর্থ বছরের ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুর ১টায় পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

বাজেট ঘোষণায় সরকারের উন্নয়ন ও সংস্থাপন ব্যয় বাবদ প্রাপ্তি ৫২ কোটি ৯০ লক্ষ এবং রাঙ্গামাটি জেলা পরিষদের নিজস্ব খাত হতে আয় ২ কোটি ১০ লক্ষ টাকার প্রত্যাশায় মোট ৫৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়

২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে সর্বোচ্চ ১০ কোটি টাকা বরাদ্ধ রাখা হয় শিক্ষাখাতে। যোগাযোগ খাতে রাখা হয়েছে ৮ কোটি টাকা, অবকাঠামো নির্মণখাতে ৪ কোটি ৬০ লক্ষ টাকা, কৃষি ও মৎস খাতে ৪ কোটি ৫০ লক্ষ সহ আরো বিভিন্ন খাতে এ অর্থ বাজেট বরাদ্ধ করা হয়।

বাজেট ঘোষণার সময় জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, জেলা পরিষদ পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বাজেট ঘোষণার সময় জেলাপরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, পরিষদের সদস্য শামীমা রশিদ, অংশৈপ্রু চৌধুরী, বৃষকেতু চাকমা, নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

(এসআর/জেএ/জুলাই ০৮, ২০১৪)