লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুরস্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৯ মার্চ) অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পুলিশ সুপার বিজয় বিপ্লব তালুকদার, লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক তপন কুমার রায়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাঃ আবু তাহির, লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শিবলী সাদিক, লালপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার কুন্ডু, লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সাইফুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তায়েজ উদ্দিন, লালপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খালিদ হোসেন সরল প্রমুখ।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(এমএইচ/এসপি/মার্চ ২৯, ২০১৮)