রায়পুুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে গ্রীম্মের শুরুতেই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পেয়েছে লোডশেডিং। ফলে চরম বিপাকে পরেছেন আসন্ন এইচএসসি পরীক্ষার্থীসহ সকল বিদ্যুতগ্রাহকেরা।

জানা গেছে, প্রতিদিন ৭/৮ বার করে লোডশেডিং হচ্ছে পৌর এলাকায়। কখন কয়েক মিনিট আবার কখনও ঘন্টাব্যাপী লোডশেডিং হচ্ছে। একই অবস্থা উপজেলার দশ ইউনিয়নে। শহরের টিসি রোড এলাকার বাসিন্দা বকুল রানী মজুদার জানান, গত কয়েকদিন থেকে সকাল, দুপুর, বিকেল, সন্ধা ও মধ্যরাত মিলিয়ে অসংখ্যবার লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় একই ধরনের অভিযোগ

উপজেলার প্রতিটি গ্রামবাসীর। রুস্তমআলী কলেজের শিক্ষার্থীরা জানান, একদিকে গরম অন্যদিকে লোডশেডিং লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে।

রায়পুর বিক্রয় ও বিতরণ কেন্দ্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্ষার আগেই বিভিন্ন সড়কের লাইন মেরামত চলছে। তাই কোথাও যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। ফলে বার বার বিদ্যুত বন্ধ করতে হচ্ছে। তবে এ ধরনের বিদুৎ বিভ্রাট সাময়িক বলেও সূত্রটি দাবি করেন।

(পিকেআর/এসপি/মার্চ ২৯, ২০১৮)