নীলফামারী জেলা প্রতিনিধি : ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরের দিকে দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার আয়োজনে ডোমার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় হতে ব্যানার ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডোমার বাজার রেলঘুন্টি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওদুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: নুরননবীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সম্পাদক তহিদুল ইসলাম বাবুল, একাডেমীক সুপারভাইজার সপিউল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক নুরল ইসলাম, প্রধান শিক্ষিকা নাজিরা আক্তার, দন্ত চিকিৎসক ফারুক হোসেন, আইয়ুব আলী প্রমুখ।

শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরননবী শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষে দুর্নীতির সুফল ও কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

(এমআইএস/এসপি/মার্চ ২৯, ২০১৮)