স্টাফ রিপোর্টার : নির্মাণাধীন স্বপ্নের পদ্মাসেতুর কর্মযজ্ঞ পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (০২ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পদ্মাসেতু এলাকায় যাবেন তিনি।

রাষ্ট্রপতি প্রথমে মাওয়া প্রান্ত পরিদর্শন করবেন। পরে জলযানে জাজিরা প্রান্ত যাবেন। সেতুর কাজ পরিদর্শন শেষে জাজিরা প্রান্তে রেস্ট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির পদ্মাসেতু পরিদর্শনের বিষয়টি বঙ্গভবন প্রেস উইং সূত্র নিশ্চিত করেছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি।

নিজেদের অর্থায়নে নির্মাণাধীন স্বপ্নের পদ্মাসেতুর ৫৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সেতুর চারটি পিলারের ওপর স্প্যান বসেছে তিনটি।

এ নিয়ে সাড়ে চারশ’ মিটার সেতু দৃশ্যমান হয়েছে। মোট সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।

(ওএস/এসপি/মার্চ ৩১, ২০১৮)