কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচনই বিএনপির আসল লক্ষ্যবস্তু নয়। তাদের লক্ষ্যবস্তু হলো দুর্নীতির দায়ে অভিযুক্ত বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, আগুন সন্ত্রাসীদের বাঁচানো, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা।’

আজ শনিবার (৩১ মার্চ) সকাল ১০টায় কুষ্টিয়া দিশা টাওয়ারে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইনু আরো বলেন, বিএনপি এখন গণতন্ত্র থেকে ১ হাজার মাইল দুরে। বিএনপি’র মুখে গণতন্ত্র এবং আচলে রাজারাকার, জামাত ও জঙ্গি। বিএনপি সকল খুনিদের আস্তানা। এরা বিশ্বাসযোগ্য কোন রাজনৈতিক দল নয়।

তিনি আরো বলেন, বিএনপিকে বাদ দিয়ে কোন নির্বাচনের পরিকল্পনা সরকারের নাই। তথাকথিত রুপরেখাহীন সহায়ক সরকারের প্রস্তাব, খালেদার মুক্তির প্রস্তাব, আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না করার প্রস্তাব, এসব প্রস্তাব নির্বাচনে অংশগ্রহণে পূর্বশত দিয়ে যদি বিএনপি দাড় করায় তাহলে আমরা বলবো কোন শর্ত দিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করা বিষয়টি নিঃপত্তি হতে পারে না। আমরা মনে করি যথা সময়ে নির্বাচনের মধ্যদিয়ে সাংবাধনিক প্রক্রিয়া রক্ষা করবো। এই ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন জাসদের সভাপতি গোলাম মহসীন, কুষ্টিয়ার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) হাবিব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতার্মীরা।

(কেকে/এসপি/মার্চ ৩১, ২০১৮)