ধূম্রজাল ফেলে যায় আলোর আভা


বৃষ্টি নামতেই সন্ধ্যা ঝরে পূবে, দহন মিটিয়ে নিতে হেটে যায়

আ-শৈশব কিছু ছায়ামূর্তি। যেখানে ছিল না যাত্রাপথ উদ্যান

কিংবা মরুশহর, সেখানে অপ্রস্তুত কালবেলা করে শপথ

ব্রিজে ঢাকা পড়া শিশির, দুয়োর খুলে জাদু-শিশু হেটে পাড়ি দ্যায়

কুয়াশা-সমুদ্র। কিছু ঢেউয়ের শহর পার হতেই ভাসমান দ্বীপ

সদ্য নিভিয়ে দেয়া কার্পাস-দীপ। তখন ধূম্র জাল

ধীরে ধীরে গ্রাস করে, ফেলে যাওয়া আলোর আভা

সব নাগরিক এখনো ব্যাস্ত চুম্বনে। নতুন আলো ফোটাতে ওরা

ক্রমাগত ঝরিয়ে যাচ্ছে শ্বেদস্রুতি। ঘ্রাণ নিতে ছুটছে সহস্র ক্ষুধার্ত নাবিক

পালের সাথে তালের হাওয়া; উড়ছে বাহুমূলে