নীলফামারী জেলা প্রতিনিধি : পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের কার্যকর নিয়ন্ত্রণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। সনাকের আয়োজনে রবিবার (১ এপ্রিল) দুপুরের দিকে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে স্বৃতি অম্লান চত্তরে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানবববন্ধন শেষে সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার মানিক, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ফারুক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সনাক সহসভাপতি আজমা আহসান, সদস্য জাহানারা পারভীন ও অনুভব ফাউন্ডেশনের কামরুন্নাহার ববি প্রমুখ।

এ সময়, বক্তারা বলেন, পরীক্ষায় প্রশ্ন ফাঁস একটি এ সময়ের প্রধান আলোচিত বিষয়। এমন প্রশ্ন ফাঁসে জাতি মেধাশূন্য হচ্ছে। মেধাবী শিক্ষাথীরা সঠিক মেধার বিকাশ ঘটাতে পারছে না। শিক্ষাখাতে সুসশান ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

কর্মসূচিতে সনাক সদস্য ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধি সমাজ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

(এমআইএস/এসপি/এপ্রিল ০১, ২০১৮)