স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে জার্মানি। সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছে জার্মানরা। প্রথমার্ধের গোল উৎসবের পর দ্বিতীয়ার্ধে আরও ২ বার ব্রাজিলের জালে বল জড়িয়েছে জার্মানি। ম্যাচ মাঠে গড়ানোর আধা ঘন্টাও পার হয়নি। তাতেই ব্রাজিলিয়ানদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠেছে বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে। এই ৩০ মিনেটেই ব্রাজিলের জালে গোল উৎসব করেছে জার্মানি। প্রথমার্ধ শেষে জার্মানি এগিয়ে ছিল ৫-০ গোলে।

বিশ্বকাপের ২০তম আসরের প্রথম সেমিফাইনালে একে অন্যের বিপক্ষে ফুটবল লড়াই করছে স্বাগতিক ব্রাজিল ও ইউরোপিয় ফুটবল পাওয়ার হাউজ জার্মানি। ম্যাচের শুরুটা ভালোই করেছে ব্রাজিল। প্রথম মিনিটেই কর্নার আদায় করে নিয়েছে স্বাগতিকরা। ডানপ্রান্ত দিয়ে অস্কারের নেয়া কর্নার ক্লিয়ার করেছেন জার্মানির ডিফেন্ডাররা। পরের মিনিটেই ফের সুযোগ এসেছিল দ্য সাম্বা কিংসদের। বক্সের বাইরে থেকে শট নিয়েছেন ডিফেন্ডার মার্সেলো। তার শটে বল পোস্টের অনেক বাইরে দিয়ে চলে গেছে। এর পরের গল্পটা শুধুই জার্মানির। স্বাগতিকদের নিয়ে রিতিমত ছেলে-খেলায় মেতেছে ডার মানশাফটরা। ১১ মিনিটে সুযোগ কাজে লাগিয়েছে জার্মানি। টনি ক্রুসে কর্নারে। বক্সে বল পেয়েছেন থেকে টমাস মুলার। ভুল করেননি ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। তার শটে ব্রাজিলের গোলরক্ষক হুলিও সিজার কোন কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়িয়েছে। ১-০ গোলে এগিয়ে গেছে জার্মানি। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেছেন ক্লোসা। বক্স থেকে নেয়া ক্লোসার শট প্রথমে ফিরিয়ে দিয়েছেন হুলিও সিজার। ফিরতি বলে ফের শট নিয়েছেন ক্লোসা। এবার আর কিছুই করার ছিল না হুলিও সিজারের। ২-০ গোলে এগিয়ে গেছে জার্মানি। এর মাত্র ২ মিনিটের ব্যবধানে আরো ২টি গোল করেছে জার্মানি। ২৪ মিনিটে জার্মানির পক্ষে তৃতীয় গোলটি করেছেন টনি ক্রুস। ২৬ মিনিটে স্যামি খেদিরা কাছ থেকে বল পেয়ে দলের পক্ষে চতুর্থ ও ব্যাক্তিগত দ্বিতীয় গোলটিও করেছেন টনি ক্রুস। ২৯ মিনিটে মেসুত ওজিলের ক্রসে পঞ্চমবারের মতো ব্রাজিলের জাল কাপিয়েছেন স্যামি খোদিরা। ৫-০ গোলে এগিয়ে গেছে জার্মানি।


প্রথমার্ধে গোল উৎসবে এগিয়ে জার্মানি

বিধ্বস্ত ব্রাজিল, এগিয়ে জার্মান


(ওএস/অ/জুলাই ০৯, ২০১৪)