হুমায়ুন মিঞা
ধরুন,আপনি আর আপনার এক বন্ধু রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছেন। দু'জন দাঁড়িয়ে আছেন মুখোমুখি। মগ্ন হয়ে গল্প চলছে। আপনি আছেন রাস্তার ভেতরের দিকে,সে আছে ফুটপাতের দিকে ।

এমন সময় আপনার বন্ধুটি হঠাৎ দেখল,একটা ঘাতক ট্রাক মাতালের মতো ছুটে এসে আপনাকে পিষে ফেলতে যাচ্ছে। যেন এক্ষুনি সব শেষ! এই সময় বন্ধুটি হঠাৎ দ্রুততার সাথে আপনাকে তার দিকে একটু টান দিল। ছোট্ট একটু টান, কিন্ত আপনার গোটা জীবনকে নিরাপদ করে দিল। আপনি বেঁচে গেলেন।

হয়ত এরপর অন্তত ৪০ বছর পৃথিবীতে আপনি বেঁচে থাকলেন। এই পৃথীবিকে আপনি দেখলেন। ভালোবাসলেন। এর রূপ-রস -গন্ধ -স্পর্শ উপভোগ করলেন। আনন্দ করলেন। কী কারণে? একটি মানুষ আপনাকে একদিন এক সেকেন্ডের জন্য এতটুকু সাহায্য করেছিল বলে, ছোট্ট একটু টান দেওয়ায় আপনি বেঁচে গিয়েছিলেন বলে। মানুষের জীবনে মানুষের ভুমিকা এতটাই বড়। এইভাবে প্রতিদিন চারপাশের চেনা-অচেনা অসংখ্য মানুষের সহযোগিতায়,সাহায্যে,মমতায়,ভালোবাসায় আমরা বেঁচে থাকি। পৃথিবীর সৌন্দর্য দেখি। আনন্দ উপভোগ করি। আমরা একা কিন্ত এমন নির্ভয়ে বাঁচতে পারি না। এরকম কোন না কোন বন্ধু পাশে দাঁড়িয়ে আমাদের টান দেন বলেই আমরা বেঁচে থাকি।

অতএব,আসুন মানুষকে উপকার করি। মানুষের উপকার করলে আপনিও উপকার পাবেন।

লেখক : সমাজ কর্মী