হবিগঞ্জ প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্র ১৩৫৬/ ৮৮ এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিসহ ১৯টি পদে ৫২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

এর মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে সহ-সভাপতি পদে কাজী মলাই মিয়া খেজুর গাছ) ১০৭৮, শাহ হাবিবুর রহমান জিতু (তলোয়ার) ৯৩৬, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী (আনারস) ১৬৪১, যুগ্ম সম্পাদক মোঃ আজিজুর রহমান (মই) ৯৩২, সহ-সম্পাদক মোঃ দিয়ারিছ মিয়া (মোবাইল ফোন) ৬০৭, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান (সিএনজি) ১৪২৬, প্রচার সম্পাদক মোঃ আলী হোসেন (মাইক্রোবাস) ৭৮৫, কোষাধ্যক্ষ মোঃ সেলিম আহম্মেদ (উড়োজাহাজ) ৮০২, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূরুল ইসলাম রাজু (ক্রিকেট ব্যাট) ৫৭৫, শ্রম ও কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল (হাতুড়ী) ৯০০। নির্বাচিত কার্য্যকরি কমিটির সদস্যরা হলেন-মোঃ কিম্মত আলী (কুড়াল) ১১৩৭, আহাম্মদ চৌধুরী ছায়েদ (ছরি) ৯৩৪, মোঃ ফরিদ মিয়া (কলস) ৮১১, খলিলুর রহমান ইকবাল (চাকা) ৭৪২, মোঃ মোজাম্মেল হোসেন ডাব ৬৫২, মোঃ লেচু মিয়া মুন্সি (প্রজাপতি) ৬০১, মোঃ সেলিম আহাম্মদ (কবুতর) ৬০০, মোঃ আব্দুল আজিজ (হরিণ) ৫৯৭ ও মোঃ আব্দুল আহাদ (বালতি) ৫১৯। নির্বাচনে ২ হাজার ৪১১ ভোটের মধ্যে ২ হাজার ১৪৪ ভোট কাস্টিং হয়।

এর মধ্যে ১৩ ভোট বাতিল করা হয়। আজ সোমবার সকালে বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আবিদুর রহমান।



(এমইউএ/এসপি/এপ্রিল ০২, ২০১৮)