রাজশাহী প্রতিনিধি : রাজশাহী অঞ্চলের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কগুলোতে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সংসদ সদস্য আয়েন উদ্দিনকে হুঁশিয়ারি দেওয়ার পর বুধবার সকাল ৬টা থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

ধর্মঘটে দাবি যদি মানা না হয় তা হলে গোটা উত্তরাঞ্চলে ধর্মঘট ডাকারও হুমকি দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে ধর্মঘট ডাকার কথা জানান রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী জানান, গত ৯ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অবৈধ যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কয়েকদিন পরই আবারও মহাসড়কগুলোতে এসব অবৈধ যানবাহন চলাচল শুরু করে।

তার অভিযোগ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সংসদ সদস্য আয়েন উদ্দিন তাদের নির্বাচনী এলাকায় এসব যান চলাচল করতে উৎসাহিত করছেন। সোমবার সংবাদ সম্মেলন করে তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু আজ মহাসড়কগুলোতে আরও বেশি অবৈধ নসিমন, করিমন ও ভটভটি চলাচল করতে দেখা গেছে। এ কারণে বাধ্য হয়ে তারা আজ থেকে আবারও ধর্মঘটে যাচ্ছেন।

মাহাতাব চৌধুরী জানান, বুধবার রাজশাহী জেলায় ধর্মঘট আহ্বান করা হয়েছে। এরপরও তাদের দাবি মানা না হলে গোটা উত্তরাঞ্চলে ধর্মঘটের ডাক দেওয়া হবে।

তবে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার জানান, ধর্মঘটের কথা তারা কিছু জানেন না। তাদের সাথে এ ব্যাপারে কেউ আলোচনা করেনি।

প্রসঙ্গত, এর আগে ৬ দফা দাবিতে রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে গত ২৫ মে থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। পরে সরকারের পক্ষ থেকে আশ্বাসের ভিত্তিতে ২৭ মে থেকে ১০ দিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যেই মহাসড়কে ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ হলে আর ধর্মঘট দেয়নি পরিবহন নেতারা।

রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৬ দফা দাবির মধ্যে অন্য দাবিগুলো ছিল- সিএনজি, মাহেন্দ্রা, ত্রি-হুইলার, ইমা, রুট পারমিট বহির্ভুত এলাকায় চলাচল এবং রুট পারিমট দেওয়া বন্ধ করতে হবে, লিজকৃত বিআরটিসি ও দ্বিতল বাস উপজেলা ভিত্তিক চলাচল বন্ধ করতে হবে, স্কেলের নামে ট্রাকের চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং সকল প্রকার পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।

(ওএস/অ/জুলাই ০৯, ২০১৪)