নওগাঁ প্রতিনিধি : সোমবার নওগাঁয় বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তর এ উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা এবং অনুদানের চেক বিতরন অনুষ্ঠানের আয়োজন করে। এ কর্মসূচির অংশ হিসেবে সকালে সার্কিট হাউস থেকে একটি র‌্যালি বের করা হয়। সেখান থেকে র‌্যালিটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়।

পরে সেখানে আয়োজন করা হয় একটি আলোচনাসভার। এবারের আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল “নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোকনা তারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন”।

সমাজসেবা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক মোসাঃ রিজিয়া খাতুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, সমাজসেবা অফিসার রেজিষ্ট্রেশন মোঃ সাইদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুল আলম, প্রতিবন্ধী কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস, অটিজম মিমুর অভিবাবক রায়হান সিদ্দিকা প্রমুখ।

এ অনুষ্ঠানে ১৫ জন অটিজম আক্রান্ত শিশুর অভিভাবকের প্রত্যেককে অনুদান হিসেবে ৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

(বিএম/এসপি/এপ্রিল ০২, ২০১৮)