কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : ‘জলাতঙ্ক সম্পর্কে নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি’ এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় সোমবার দুপুরে ঢাকা মহাখালী সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের ‘জলাতঙ্ক নির্মুল কর্মসূচী’র উদ্যোগে বাউল শিল্পীরা জনসচেতনতামূলক বাউল সঙ্গীত পরিবেশন করেন। 

জলাতংক সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য ‘পল্লী বাউল সমাজ উন্নয়ন সংস্থা’র শিল্পীরা উপজেলার মেডিকেল মোড়, বাসটার্মিনাল, শহরের মুক্তিযোদ্ধা চত্বর ও পাবুর রোড সহ বিভিন্ন হাট বাজারে বাউল সঙ্গীত পরিবেশন করেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খান, কাপাসিয়া বাজার ব্যাবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন শেখ, কৃতি ফুটবলার কাশেম প্রমুখ।

উল্লেখ, ইতিমধ্যে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের তত্বাবধানে বেওয়ারিশ কুকুরকে জলাতংক প্রতিশেধক ভ্যাকসিন দেয়া হচ্ছে বলে জানা যায়।

(এসকেডি/এসপি/এপ্রিল ০২, ২০১৮)