প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষেরা বোরো ধানক্ষেতে ঘাসমারা ওষুধ প্রয়োগ করে ফসল বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার রাজারহাট ইউনিয়নের মেকুরটারী গ্রামের আনিছুর রহমানের বোরো ধান ক্ষেত আকস্মিকভাবে শুকিয়ে খড় হয়ে যায়।

গত শনিবার এ দৃশ্য দেখে আনিছুর রহমান প্রতিবেশী আজিজুল হকের পুত্র আতিয়ার রহমান গংদের সন্দেহ করে জিজ্ঞাসা করলে তাকে প্রতিপক্ষরা বেধরক মারপিট করে আহত করে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি-জমা সংক্রান্ত কোন্দল চলে আসছে। এরই সূত্র ধরে আনিছুর রহমানের ৩০ শতক জমিতে রোপন করা বোরো ধান ক্ষেতে প্রতিপক্ষরা বিষ প্রয়োগ করতে পারে বলে কৃষক আনিছুর রহমান ধারনা করে। বিষ প্রয়োগের সময় দূর্বৃত্তরা ৬০-৬৫টি ইউক্লিপটার্স গাছ ভেঙ্গে দিয়েছে। ২ এপ্রিল সোমবার আনিছুর রহমান রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(পিএমএস/এসপি/এপ্রিল ০২, ২০১৮)