বিনোদন ডেস্ক : ধারনা করা হচ্ছিলো বড় কোনো অঘটন না ঘটলে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। কিন্তু দুসংবাদটা সবারই কাম্য ছিলো। জয়া আখতার পরিচালিত ‘গলি বয়’ ছবির শুটিংয়ের জন্য ফুটবল খেলতে গিয়ে দুর্ঘটনায় পড়ে হাত ভেঙ্গে যায় বলিউড তারকা রণভীর সিংয়ের।

তাই আশায় গুড়েবালি পড়লো। রণভীরের চিকিৎসক জানিয়েছেন, কমপক্ষে দুই সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে এ তারকাকে। যার কারণে আগামী ৭ এপ্রিল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পারফর্মারদের তালিকা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

অন্যদিকে নায়ক সুস্থ না থাকায়, আপাতত ছবির শুটিংও বন্ধ রেখেছেন পরিচালক জয়া আখতার।

(ওএস/এসপি/এপ্রিল ০২, ২০১৮)