কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় স্কুলগামী ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম  সজিব (২০) নামে এক বখাটেকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ সড়কে। বখাটে  দুর্গাপুর ইউনিয়নের রাওনাট গ্রামের মাওলাদ হোসেনের পুত্র। 

জানা যায়, উপজেলার রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় প্রায়ই ওই বখাটে বিভিন্ন অঙ্গ-ভঙ্গি ও কু-প্রস্তাপ দিতো। শিক্ষার্থী বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যদের জানালে পরিকল্পনা মাফিক তারা উৎপেতে থাকে।

সোমবার সকালে সে বিদ্যালয়ে আসার পথে উত্ত্যক্ত করতে পিছু নিলে খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ এসে ওই বখাটেকে হাতেনাতে ধরে ফেলে। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ে উপস্থিত হয়ে বখাটের অপরাধ স্বিকার এবং প্রমান স্বাপেক্ষে ওই কারাদন্ড প্রদান করেন।

এ সময় প্রধান শিক্ষক আলী মনসুর, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য রুহুল আমীন, কৃষ্ণ চন্দ্র দাস, আশরাফুল আলম, সাবেক সদস্য খন্দকার সাহাদাৎ হোসেন সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

(এসকেডি/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)