মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জের নিউমার্কেট বাজারে সোমবার রাত বারোটার সময়ে এক অগ্নিকাণ্ডে ১০টি দোকন ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমান ৩০ লক্ষাধিক টাকা। 

মাধবখালী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম তালুকদার জানান, উপজেলার মাধখালী ইউনিয়নের নিউমার্কেট বাজারের সোমবার রাতে বাজারের লোকজন আগুন দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে তারা আগুন নেভানোর চেষ্টা করে এবং পরে খবর পেয়ে সুবিদখালী ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ততক্ষনে আগুনে পুড়ে মজনু তালুকদারের টিনের দোকান,শামিম তালুকদারের ৫টি অটো গাড়ি, এয়াকুব আলী, গফফারের টেইলার্সের দোকান, জলিল, কাদের, নরেজ মোল্লা, বাবুল ও মাসুমের ঘড়সহ মালামাল পুড়ে যায়। তবে ধারনা করা হচ্ছে জলিলের চায়ের দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ও ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম তালুকদার ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করেন এবং সরকারি ভাবে তাদরেকে সাহায্যে দেয়ার আশ্বাস প্রদান করেন।


(ইউজি/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)