নওগাঁ প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপনে নওগাঁয় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলার সকল সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বেসরকারী উন্নয়ন সংগঠনের কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন।

সভায় বিস্তারিত আলোচনান্তে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান মালার আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ৮টায় নওগাঁ জিলা স্কুল মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক ধরে পার-নওগাঁ তাজের মোড় হয়ে পুরনো কালেক্টরেট ভবন চত্বরে এসে শেষ হবে। পরে সেখানে আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

এসব অনুষ্ঠানমালা বাস্তবায়নে সকল পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।

সভায় ওইদিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃংখলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার বিশেষ আহবান জানানো হয়। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্ব স্ব উদ্যোগে পৃথক পৃথক বর্ষবরন অনুষ্ঠানের আয়োজন করবে।

(বিএম/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)