চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহরে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের আত্মাসৎ করা ৪০০ বস্তা গো-খাদ্য উদ্ধার ও জড়িত এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর এক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত ব্যবসায়ী আনোয়ার হোসেন ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পলাতক অপর ব্যবসায়ী আব্দুল খালেক চাটমোহর উপজেলার দোদারিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 

ভাঙ্গুড়া থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর বাজারের আনোয়ার ট্রেডার্সের সত্বাধিকারী আনোয়ার হোসেন ও চাটমোহরের ব্যবসায়ী আব্দুল খালেক নারায়নগঞ্জ ইসলামিয়া ফ্লাওয়ার মিল থেকে গত ২৯ মার্চ বৃহস্পতিবার ভুয়া ডিলার সেজে সম্পূর্ন টাকা বাকি রেখে ৪০০ বস্তা গো-খাদ্য ক্রয় করে আত্মগোপন করেন।

সোমবার ওই ফ্লাওয়ার মিলের মালিক পক্ষ ভাঙ্গুড়া থানায় উপস্থিত হয়ে অভিযোগ দিলে পুলিশ অভিযানে নামে। প্রথমে ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর বাজারের আনোয়ার হোসেনের গোডাউন থেকে ১০০ বস্তা গো-খাদ্য উদ্ধার ও আনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে চাটমোহর উপজেলার দোদারিয়া গ্রামের আব্দুল খালেকের বাড়ি থেকে আরো ৩০০ বস্তা গোখাদ্য উদ্ধার করা হয়। পুলিশের আগমন টের পেয়ে পালিয়ে য়ায়।

এ ঘটনায় নারায়নগঞ্জ ইসলামিয়া ফ্লাওয়ার মিলের ম্যানেজার রাধাবল্লভ সাহা বাদি হয়ে দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

(এমএইচএম/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)