চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ৭টি গ্রামের ২১২টি পরিবার সোমবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো। “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ”এই শ্লোগান নিয়ে উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ টিএ হাইস্কুল মাঠে সুইচ টিপে বিদ্যুতায়নের উদ্বোধন করেন কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের এমপি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।

আওয়ামী লীগ নেতা মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মুশফিকুল হাসান, ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আজাদ হোসেন, ফৈলজানা ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন, মুলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, হাদল ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোায়ার, পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজাহার আলী, আয়ুব আলী, কৃষক লীগ নেতা আনসার আলী,ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ।

পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রিটেইনার প্রকৌশলী সাইফুর রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠণের নেতা-কর্মী,জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাবাসী উপস্থিত ছিলেন। ফৈলজানা ইউনিয়নেরবালুদিয়ার, লক্ষীপুর, মেঘারপাড়া, কৈলমহল, সাইপাই, ঝবঝবিয়া ও দিয়ারপাড়া গ্রামের ২১২টি পরিবারে ২২টি ট্রান্সফরমারের মাধ্যমে ৮৪ লাখ টাকা ব্যয়ে ৫.২৬১ কিলোমিটার লাইন নির্মাণ করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

(এসএইচএম/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)