হবিগঞ্জ প্রতিনিধি : দায়িত্বে আবহেলার অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী বিউটি আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক (এসআই) জাকির হোসেন এর বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। আজ মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার বিধান ত্রিপুরার হাতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূঞা। 

অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূঞা উত্তরাধিকার একাত্তর নিউজকে জানান, তদন্তকালে মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কর্তব্যে অবহেলার সু-স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে যেদিন ঘটনা ঘটে এর ৮ দিন পর ভিকটিমের মেডিকেল করানো হয়। এর মাঝে সে ভিকটিমের পরিবারের সাথেও যোগাযোগ করেনি। আসামিকেও সে ধরতে ব্যর্থ হয়। এই ঘটনায় সালিশেরও উদ্যোগ হয়। তারপরও সে কিছু করতে না পারা শুধু কর্তব্যে অবহেলা নয় বরং তার দক্ষতারও অভাব রয়েছে। যদি যথা সময়ে মেডিকেল করানো হত এবং আসামীকে গ্রেফতার করা হত তাহলে হয়ত বিউটিকে হত্যা করতে পারত না হত্যাকারী।

তিনি আরও জানান, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমানকে আরও দায়িত্বশীল হওয়ার জন্য মৌখিকভাবে জানিয়েছেন।

এর আগে সোমবার এস আই জাকির হোসেনকে ক্লোজ করেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা।

প্রসঙ্গত, স্কুলছাত্রী বিউটি আক্তারকে ধর্ষণ ও হত্যা ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশ সুপার বিধান ত্রিপুরা তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেন। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয় কমিটিকে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূইয়াকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন- বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন। তারা নির্ধারিত সময়ের মাঝেই প্রতিবেদন দাখিল করেন।

(এমইউএ/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)