স্টাফ রিপোর্টার : হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে তিনি বাসায় ফিরেছেন বলে তার ঘনিষ্ঠ সহচার সাইফুল ইসলাম রিংকু নিশ্চিত করেছেন।

গত সোমবার সকালে শারীরিকভাবে অসুস্থবোধ করলে বেলা ১০টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম অালমগীরের এনজিওগ্রাম করা হয়। এখন তিনি ভালো আছেন।

বিএনপি মহাসচিবের অসুস্থতার কথা শুনে তার দল এবং জোটের নেতার্কমীদের পাশাপাশি বিদেশি দূতাবাসসহ শুভাকাঙ্ক্ষীরা তার খোঁজ-খবর নিতে হাসপাতালে যান।

(ওএস/এসপি/এপ্রিল ০৪, ২০১৮)