হে মানব

হে মানব তোমরা কালেরকাল অমর রবে না
কেন এতো অহংকার কিসের এতো বড়াই,
মানব হয়ে মানব চিনেছে এমন আছে কয়জনা।

মানবে মানবে বড়াই,কোথাও শান্তির পরশ মাত্র নাই
কি হবে এমন জীবননগরে ক্লান্তিকর পথ হেটে।

হিংসা বিদ্বেষ ভরা ভয়ানক লক্ষ্য নিয়ে সামনে আগাবার কি মূল্য পাও, হে মানব।

আশা কেন পূর্ণ হয় না,আশা কেন পূর্ণ হয় না
এটা নিয়েই সর্বদা পথ হেটে চলা
মানব চেনার সময় কই,হে মানব।

মানবে দয়া নাই,আছে স্বার্থের টান
মানবের তরে কে দিবে বিশ্বাস আজও কি খুজে পাও তাকে,হে মানব।

ক্ষণিক চরে বসবাসরত কদিনের আশায় মালামাল হরিলুট,খুন,রাহাজানি কতকিছুই না সাধ্যের সন্ধান মেলায়
কেউ কি ভাবো তোমরা কালেরকাল
অমর নয়।

লক্ষ্যহীন ক্লান্তিকর জীবন কতটা পথ পারি দিবে অন্ধকার কার্ড বহন করে,হে মানব।