সোনার বাংলা

কবে পাবো সেই দেশটা
সোনার বাংলাদেশ,
যেথায় হবে মানুষ গুলো
পরস্পরে বেশ ।
থাকবে সবাই ব্যস্ত কাজে
কাজ না পেলে লাজে !
অফিস হবে আস্থা ভাজন
সকাল সন্ধ্যা সাঝেঁ ।
ফাইল রবেনা আটকা পড়ে
থরে-থরে হাজার,
ঘুষ খাবেনা সেথায়কেহ
সত্যের হবে বাহার ।
সোনার বাংলা গড়তে হলে
লাগবে নিখাদ মনের,
ছলচাতুরী ছাড়তে হবে
জ্ঞানী গুনী জনের ।