জে জাহেদ, চট্টগ্রাম : কর্ণফুলীর পশ্চিম চরপাথরঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম  কর্তৃক ৫ম শ্রেণীর ৩ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রতিবাদে সামাজিক সংগঠন  দুরন্ত দুর্বার কর্তৃক এক মানববন্ধনের আয়োজন করেন।

৪ এপ্রিল বুধবার সকাল ৯টায় কর্ণফুলী থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এম মুছা সিকদারের সভাপতিত্বে ও রমজান আলী রমুর পরিচালনায় বক্তব্য রাখেন চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানবাধীকার কর্মী আবু তালেব চৌধুরী।

এছাড়াও মানববন্ধনে সংক্ষিপ্ত প্রতিবাদী বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আবদুল মালেক রানা, শাহ নেয়ামত গ্রামার স্কুলের অধ্যক্ষ মীর আহমদ, স্টুডেন্ট কেয়ার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোর্শেদ নুর, নবীন কণ্ঠ ফাউন্ডশনের চেয়ারম্যান বেলায়ত হোসেন, বোর্ড বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মোহাম্মদ মেম্বার, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সমাজ কর্মী মিজা আরিফুর রহমান, শওকত জিহাদি, মোঃ রাজু, সাজ্জাদ সাজিদ, মাসুদ, আবদুর রহমান, রাজিব প্রমুখ।

এতে মানবাধীকার কর্মী আবু তালেব চৌধুরী বলেন,মহান শিক্ষকতা পেশাকে যারা কলংকিত করেছে,তাদের যেন প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি হয়।

এছাড়াও কর্ণফুলীর প্রতিটি গ্রামে অভিভাবক ও জনগণকে যৌন নিপীড়ন ও যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান বক্তারা।

(জেজে/এসপি/এপ্রিল ০৪, ২০১৮)