মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরে বুধবার দিন দুপুরে সিআইডি পরিচয় অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার সকালে শহরের সুমন হোটেল এলাকা এবং পুরান বাসস্ট্যান্ড এলাকায় দুই নারীর কাছে সিআইডি পরিচয় দিয়ে অভিনব কায়দায় স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা ছিনতাই করেছে একটি প্রতারক চক্র।

শহরের কলেজ রোড এলাকার সুলতানা পারভীন নামের এক ক্ষতিগ্রস্ত নারী জানান, আমি একটি কাজে বাসা থেকে বের হয়ে সুমন হোটেল এলাকায় আসলেই রাস্তা ফাকা পেয়ে ৩/৪ জনের একটি গ্রুপ নিজেদের সিআইডি পরিচয় দিয়ে আমাকে তল্লাসী চালায়।

এ সময় আমার কাছে থাকা সোনার চেইন, কানের দুল, আংটি ও নগদ টাকা নিয়ে যায়। সামনে একটি অফিস দেখিয়ে এগুলো সেই অফিস থেকে ফেরত নিয়ে যেতে বলে। কিছুক্ষণ পরে আমি ওই অফিসে গিয়ে জানতে পারি, এটা তাদের অফিস নয়। তাই আমি দাবী জানাই এই চক্রটিকে আটক করে আইনের আওতায় আনার।

একই কায়দায় বাসস্ট্যান্ড এলাকার সম্পা মন্ডল নামের এক নারীর কাছ থেকেও স্বর্নালঙ্কার ও নগট টাকা ছিনিয়ে নেয় ঐ চক্রটি।

মাদারীপুর টহল পুলিশের এসআই মো. হাসান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় এক নারীকে কান্না করে দেখি। পওে সেখানে গিয়ে শুনি ওই নারীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে প্রতারক চক্র।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, প্রতারণার মাধ্যমে দুই নারীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়েছে একটি চক্র। আমরা চক্রটিকে গ্রেফতারের চেষ্টা করছি। বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে।


(এএসএ/এসপি/এপ্রিল ০৪, ২০১৮)