সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে টহলরত বিজিবি সদস্যরা বুধবার দুপুরে সাতক্ষীরার তলুইগাছা কামারপাড়া সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭পিচ সোনার বার উদ্ধার করেছে।

বিজিবির সাতক্ষীরা ১৭ ব্যাটালিয়নের লেঃ কর্ণেল মোস্তাফিজুর রহমান জানান, একটি পাচারকারি চক্র বিপুল পরিমান সোনা ঢাকা থেকে নিয়ে এসে ভারতে পাচারের প্রস্তুতি নিয়েছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে এক আগে থেকে ওঁৎ পেতে থাকা টহলরত বিজিবি সদস্যরা তলুইগাছা সীমান্তের কামারপাড়া নামকস্থানে এক সাইকেল আরোহীতে চ্যালেঞ্জ করলে সে সাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় ওই সাইকেলে থাকা একটি ব্যাগ থেকে ২৭টি সোনার বার উদ্ধার করা হয়। এক একটি সোনার বারের ওজন ১০০ গ্রাম। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকা।

(আরকে/এসপি/এপ্রিল ০৪, ২০১৮)