ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ প্লান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজী এসোসিয়েশসেন দুই দিন ব্যাপী বার্ষিক সম্মেলন শুক্রবার সকালে ঈশ্বরদীর সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) মিলনায়তনে শুরু হয়েছে।

বাংলাদেশ প্লান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজী এসোসিয়েশসেন এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাওলানা ভাষাণী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন। এসোসিয়েশসেনের সভাপতি অধ্যাপক ড. রাখো হরি সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কে এম নাসির উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজী ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. ইমদাদুল হক।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাংগাঠনিক সম্পাদক এবং বিএসআরআই এর বিজ্ঞানী ড. কুয়াশা মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এসোসিয়েশসেনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিহির লাল সাহা।

বাংলাদেশ প্লান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজী এসোসিয়েশসেনের এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশবদ্যিালয়ের শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক গবেষক অংশগ্রহন করেছেন।

(এসকেকে/এসপি/এপ্রিল ০৬, ২০১৮)