নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার টগরইল এলাকা থেকে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে একটি পাজেরো জীপ, ৩ হাজার বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ রবিন (২৬) ও তসলিম (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 

রবিন রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম দক্ষিনপাড়া গ্রামের সামসুজ্জামান ওরফে রাজার ছেলে এবং তছলিম চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বাররশিয়া গ্রামের মৃত বিশুর ছেলে।

র‌্যাব-৫ সূত্র জানায়, শুক্রবার সকালে গোয়েন্দা তথের ভিত্তিতে জানতে পারে চাপাই নবাবগঞ্জ জেলার নাচোল হয়ে কতিপয় মাদক ব্যবসায়ী ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল বিক্রির উদ্যেশ্যে একটি মিতসুবিসি পাজেরো কাল রংয়ের জীপ গাড়ীতে করে (যার নম্বর- ঢাকা মেট্ট্রো ঘ-০২-১৫৮২) নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা এলাকার দিকে যাচ্ছিল।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল নাচোল থেকে আড্ডআর বিভিন্ন জায়গায় কৌশলে অবস্থান নেয়। জীপ গাড়টি আসতে দেখলে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে নিয়ামতপুর উপজেলার টগরইল এলাকায় নাচোল টু আড্ডাগামী মহাসড়কে ৩টি ট্রাক দিয়ে বেরিকেড দিলে যেতে না পারায় জীপ গাড়ীটি থামিয়ে দিলে পরে গাড়ীটির ভিতরে তল্লাশী চালিয়ে মোড়ানো অবস্থায় ৩ হাজার বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, নগদ ৩৩৩০/= টাকা,২টি মোবাইল সেটসহ ওই দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় তারা। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

(বিএম/এসপি/এপ্রিল ০৬, ২০১৮)