নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলায় এক দিনে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ৯ জন মারা গেছেন। ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার চারারবাগ ও নরসিংদী সদর উপজেলার মাধবদী এবং বাগহাটায় এসব দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকাল ৭টায় মহাসড়কের রায়পুরা উপজেলার চারারবাগ এলাকায় যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেলের ৪ আরোহী ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হচ্ছেন, রায়পুরা উপজেলার মরজাল এলাকার ইয়ামিন (২৩), ডালিম (১৭), রমজান (১৭) ও সোহাগ (১৭)। তারা মোটরসাইকেলযোগে কাজের সন্ধানে ভৈরব যাওয়ার পথে মারা যান।

দুপুরে একটার দিকে নরসিংদী সদর উপজেলার বিরামপুর থেকে আমিনুল ইসলাম (৩৫) নামে এক দুবাই প্রবাসী তার স্ত্রী মানসুরা বেগমকে (৩০) মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন। বাগহাটা এলাকায় পৌছালে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।

এদিকে দুপুর দেড়টায় জেলার মাধবদী পুরাতন বাস স্ট্যান্ডের রাইন ওকে মার্কেটের সামনে হবিগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাযাত্রী রতন মিয়া (৪৫), রিকশাচালক (৩৪) ও পথচারী মকবুল হোসেন ঘটনাস্থলে মারা যান।

এ ব্যাপারে নরসিংদী সদর, রায়পুরা ও মাধবদী থানায় পৃথক ৩টি মামলা হয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ০৬, ২০১৮)