কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় চাঞ্চল্যকর কলেজ ছাত্র সাগর দত্ত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রণয় ঘটিত দ্বন্দ্ব নয়, জিম্মি করে টাকা আদায় করতে গিয়েই সোহাগ উদ্দিন রানা ও নাসির নামে তার এক সহযোগী মিলে সাগরকে খুন করে বলে জানিয়েছে পুলিশ। মামলার প্রধান আসামি সোহাগ উদ্দিন রানাকে শুক্রবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

দুপুর ১টায় শুরু হওয়া এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হতে পেরেছি রানা ও নাসির মিলেই সাগরকে হত্যা করেছে। মামলার অপর আসামি নাসিরকে গ্রেপ্তার করতে পারলেই আরো বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

এছাড়াও উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে জানানো হয়, তদন্তের সার্থে বিষয়টি এখন গোপন করা হচ্ছে। তবে অস্ত্রের যোগানদাতাকেও অচিরেই গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ ঊর্ধ্বতন কমকর্তাগণ উপস্থিত ছিলেন।

(এইচকেজি/এসপি/এপ্রিল ০৭, ২০১৮)