গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক সরকারের রান্নাঘর থেকে গৃহপরিচারিকা ফিরোজা আক্তার ওরফে হিরু খাতুন (৫৫) ও একই ইউনিয়নের দুর্বারচর গ্রামের ছোটন আকন্দের নূতনঘর থেকে রাকিব আকন্দ (১৬) এর ঝুলন্ত লাশ শুক্রবার (৬এপ্রিল) উদ্ধার করেছে গৌরীপুর থানা পুলিশ। 

গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মোঃ সাইদুল ইসলাম উপজেলার ভাংনামারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক সরকারের রান্নাঘর থেকে ঝুলন্ত অবস্থায় গৃহপরিচারিকা ফিরোজা আক্তার ওরফে হিরু খাতুন (৫৫) এর লাশ উদ্ধার করেন।

সাবইন্সপেক্টর সাইদুল জানান, কুলিয়ারচর গজারিয়াপাড়ার মো. মনু মিয়ার স্ত্রী ফিরোজা আক্তার ওরফে হিরু খাতুন (৫৫) দীর্ঘদিন যাবত মানসিকরোগে ভুগছিলেন। তার স্বামী ও সন্তানরা বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

একই ইউনিয়নের দুর্বারচর গ্রামের ছোটন আকন্দের পুত্র রাকিব আকন্দ (১৬) প্রাইভেটকার চালানো শিখতে পিতার কাছে ৩০হাজার টাকা চায়। টাকা দিতে না পারায় পিতার সাথে অভিমান করে নূতন ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সে।

গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মোঃ সাইদুর রহমান তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সুরতহাল রির্পোট শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তারিকুজ্জামান জানান, দুটি ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

(এসআইএম/এসপি/এপ্রিল ০৮, ২০১৮)