ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে র‍্যাব-১৩'র হাতে একজন ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী আটক হবার খবর পাওয়া গেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী একটি চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে ভুয়া প্রশ্ন প্রদান করে শিক্ষার্থীদের কাছে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছে। অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব-১৩'র একটি আভিযানিক দল রবিবার ভোর রাতে দিনাজপুর খানসামা থানাধীন টাংগুয়া বৈরাগীপাড়ায় অভিযান চালিয়ে শ্রী নির্মল রায় ওরফে আটলকে(২৮),আটক করে।

সে বৈরাগীপাড়ার উপানয়ন রায়ের ছেলে। একই অভিযানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরেক আসামি বিশ্বনাথ রায় (২৫),পালিয়ে যায়।

সে টাংগুয়া সাহাপাড়ার বাবুনাল রায়ের ছেলে।আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে র‍্যাব কতৃপক্ষ জানিয়েছেন এবং আটককৃত আসামী আটলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩,ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর অধিনায়ক সাকিব তালুকদার নাজমুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারীর বাকি সদস্যদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।যে কোন ধরণের অপরাধ দমনে র‍্যাব বদ্ধ পরিকর।

(ওএস/এসপি/এপ্রিল ০৮, ২০১৮)