হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।

আজ রবিবার দুপুরে শহরের শিরিষতলা প্রাঙ্গণ থেকে জেলা যুবলীগের উদ্যোগে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায়, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক বিপুল রায়, সফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ ইশতিয়াক চৌধুরী রাজ, পৌর ছাত্রলীগ সভাপতি ফয়জুর রহমান রবিন, বানিয়াচঙ্গ উপজেলা যুবলীগ সভাপতি রেখাছ মিয়া, যুবলীগ নেতা ফজল উদ্দিন তালুকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন-৩এপ্রিল বিকেলে বানিয়াচং উপজেলা যুবলীগের অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ জেলা যুবলীগের নেতা-কর্মীরা মোটর সাইকেলসহ গাড়ী বহর নিয়ে শহরে ফেরার পথে বানিয়াচং সড়কের সুনারু এলাকায় আমার এমপি ডটকম চেয়ারম্যান সুশান্ত দাশ গুপ্ত’র নেতৃত্বে তার গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় যুবলীগ নেতা আক্তার মিয়াসহ ২০ নেতাকর্মী আহত হন। আহত নেতাকর্মীদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ সময় দুর্বৃত্তরা তাদের ৪টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে বানিয়াচঙ্গ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

বক্তারা আরো বলেন, আমার এমপি ডটকম নামে এক এনজিওর মাধ্যমে চাঁদাবাজি, চাকুরীর তদবীরসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে সুশান্ত দাশ গুপ্ত। অবিলম্বে সুশান্ত দাশ গুপ্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সমাবেশে বানিয়াচঙ্গ থানার ওসির অপসারণেরও দাবি জানানো হয়।

(এমইউএ/এসপি/এপ্রিল ০৮, ২০১৮)