নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে পুকুর খনন করার সময় কোটি টাকার মূল্যের ৩৬ কেজি ওজনের কষ্টি পাথরের ব্রহ্মা মূর্তি উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার জামুরহাট বাজার এলাকার গাংগোর গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গাংগোর গ্রামের খালেকুজ্জামানের পুরনো একটি পুকুর ভরাট হয়ে যায়। গত কয়েক দিন থেকে পুকুরটি খনন কাজ চলছিল। রবিবার বিকেলে শ্রমিকরা পুকুরের মাটির মধ্যে কষ্টি পাথরের ব্রহ্মা মূর্তি পান। এরপর থানায় সংবাদ দিলে সন্ধ্যায় মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কষ্টি পাথরের ব্রহ্মা মূর্তিটির ওজন ৩৬ কেজি। এর আনুমানিক মূল্যে প্রায় কোটি টাকা।

(বিএম/এসপি/এপ্রিল ০৯, ২০১৮)