স্টাফ রিপোর্টার : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে। দাবি মানার জন্য বারবার সরকারের কাছে আহ্বান জানানোর পরও সরকারের পক্ষ থেকে কোন কর্ণপাত করা হচ্ছে না। গতকালও আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা যে বৈঠক করেছেন তাও লোক দেখানো।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনিপর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বৈঠকে তারা কী বললেন? একমাস পর বিষয়টি দেখবেন। কিন্তু আটক শিক্ষার্থীদের মুক্তি না দিয়ে বললেন, কারা ভাঙচুর ও হামলা করেছে, তাদের পরীক্ষা নিরীক্ষা করে ছাড়া হবে।

তিনি আরও বলেন, গুলি, হামলা, ভাঙচুর তো করেছে ছাত্রলীগ। গণমাধ্যমে সেসব খবর বেরিয়েছে, ছবি প্রকাশ হয়েছে তাদের ধরছেন না কেন? সাধারণ শিক্ষার্থীরা তো জানিয়ে দিয়েছে ভিসির বাসভবনে তারা হামলা করেনি। ঢাবির ক্যাম্পাস তো ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের দখলে ছিল। ঢাবি ক্যাম্পাসে এ মুহূর্তে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসী ছাড়া আর কেউ হামলা, ভাংচুর করার সাহস রাখে কি? এ হামলা পরিকল্পিত।

সাবেক এ ছাত্র নেতা বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের উপর গত দু’দিনে পুলিশ ও ছাত্রলীগের হামলা ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হানাদার বাহিনীর হামলাকে স্মরণ করিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের উপর হামলা ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিন্দার ঝড় বইছে।’

রিজভী বলেন, ‘গতকাল অর্থমন্ত্রী বলেছেন, দেশে সৎ লোকের সংখ্যা বাড়ছে। ক্ষমতাসীনদের দেশ পরিচালনার সাবজেক্ট জনগণ নয়, তাদের সাবজেক্ট জনগণের সাথে মশকরা করা। এই অর্থমন্ত্রী রাষ্ট্রীয় ব্যাংক থেকে টাকা লুট হওয়াকে আশকারা দিয়ে বলেছিলেন, চার হাজার কোটি টাকা লোপাট হওয়া কোন দুর্নীতি নয়। এখনও সেই কথা মানুষের স্মৃতি থেকে বাসী হয়ে যায়নি। দুর্নীতির মহাযজ্ঞে হাইওয়ে খুলে দিয়েছেন দেশের অর্থমন্ত্রী।’

তিনি বলেন, ‘আমরা এর আগে বলেছিলাম, জিডিপির প্রবৃদ্ধি নিয়ে সরকারের ঘোষণা চাপাবাজি। গতকাল বিশ্বব্যাংক বলেছে, দেশে বিনিয়োগ স্থবির, রফতানি আয় কমছে, সকল খাতে প্রবৃদ্ধিও নেতিবাচক। তাহলে জিডিপি বাড়লো কীভাবে, এ প্রশ্নও করেছে বিশ্বব্যাংক।’

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী আহমেদ। এছাড়াও চট্টগ্রামে ৫৩ জন এবং কুলাউড়ায় ৩৯ বিএনপি নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নিন্দা জানান রিজভী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/এপ্রিল ১০, ২০১৮)