শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় মঙ্গলবার দুপুরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর অর্থায়নে ২নং নকলা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় সমূহে মিড-ডে মিল চালু করনের লক্ষে ধনাকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নকলা ইউনিয়নের আয়োজনে ১৩টি বিদ্যালয়ের ৯শ৯৭জন শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স বিতরন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান সুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা শাহিন আল মামুন, এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মোঃ আব্দুর রহিম, ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মনসুর আহম্মেদ প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মাঝে স্থানীয় সাংবাদিক, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষন ও ছাত্র/ছাত্রী, অভিভাবক এবং প্রায় শতাধীক মা গন উপস্থিত ছিলেন।

(এসআর/এসপি/এপ্রিল ১০, ২০১৮)