লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় শহীদ খসরুল আলম খসরু’র ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। 

জানা গেছে, বিগত ২০০০ সালের ১০ এপ্রিল সন্ধ্যা রাতে তৎকালীন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শরীফ খসরুজ্জামান এর লালিত সন্ত্রাসীদের হাতে উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক খসরুল আলম খসরু নৃসংশ ভাবে নিহত হন। শহীদ খসরুল আলম খসরু’র ১৮ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে মরহুমের পরিবার, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পন, স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে লোহাগড়া ফয়েজ মোড়ের অদূরে শহীদ খসরু স্মৃতি স্তম্বে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। পরে লক্ষ্মীপাশা খেয়াঘাটস্থ যুবলীগ কার্যালয়ে খসরু স্মৃতি সংসদের আহ্বায়ক সাংবাদিক রূপক মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য শেখ সদর উদ্দিন শামীম, শেখ পলাশ, শাহরিয়ার আলম শাহিন, গিয়াস উদ্দিন, শেখ এনামুল, ছাত্রলীগ নেতা শেখ ছগির উদ্দিন ছনেট, ফকির ইমরান আহম্মেদ, রোমান রায়হান প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

(আরএম/এসপি/এপ্রিল ১০, ২০১৮)