জীবনের অবেলায়

ভরদুপুরের ঝিরিঝিরি হাওয়ায় গাছের শাখায় প্রাণ জুড়াই
আমার কথা তোমার কি বন্ধু আজও একটুও পড়েনা মনে?
কেমনে থাকো আমায় ভুলে তুমি অন্য কারো যুগল বন্ধনে
নিঝুম রাতে দমকা হাওয়ায় ভেঙ্গেগেছে প্রেমের উদ্যানের তরী।

মিলন মালাখানি গলাতেপরনি শেষবেলায় তেমার আপন হাতে
যেখানে যাও আমায় সাথী করে নাও কভু ভুল করোনা তাতে
ঝরা পাতারমত আমিও ঝড়ে যাব যদি তোমারে না কছে পাই
নিঃশেষ হবে প্রেমেরী উদ্যান মৃত্যু আমায় করিবে বরণ ধরাতে।

ঝরা পাতার কান্নায় তুষার করবে স্মরণ সেদিন প্রিয়া আমাকে
আমি অজানাতে হারিয়ে যাবো বহুদূরে তোমারি জীবন হতে
দেখবেনা কোনদিন আমার চেনা মুখখানি তুমি এ জগতের মাঝে
তুমি সাজিয়ে নিয়ো তোমার নতুনজীবন বালুকা বেলার মেলায় ।

নতুন সাথী নিয়ে গড়বে সুখের বাসর থাকবে সুখের নীড়ে
ভুল করে খুঁজোনা কভু আর আমায় হাজার লোকের ভীরে
মন থেকে মুছে নিও তোমার হাতে যত্নকরে আঁকা ছবিটারে
আমি নাহয় থাকবো পড়ে উদ্যানে মরু হয়ে জীবনের অবেলায়