বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকালে উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্টাকচার প্রকল্পের অওতায় এ কর্মশালার আয়োজন করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিন হোসেন, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জলবায়ু গবেষক সরদার শফিকুল আলম, এলজিইডির মনিটরিং অফিসার মো. সাহিদুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এ কর্মশালায় উপকূলীয় জেলা বাগেরহাটে এলজিইডির নির্মাণাধীন অবকাঠামোর জলবায়ু সহনীয় বিভিন্ন কারিগরী দিক তুলে ধরা হয় ও বৈষ্যিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, প্রকৌশলী, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ওএসএকে/এসপি/এপ্রিল ১১, ২০১৮)