ইবি প্রতিনিধি : কোটা প্রথা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে কোটা প্রথা সংস্কারের দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’র সামনে থেকে এক বিক্ষোভ র‌্যালি বের করে বাংলাদেশ সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিবের এসে সমাবেশে মিলিত হয়।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কৌশিক রাহাতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দাওয়া এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবু বক্কর, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সারমিন আক্তার।

সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নে আহবান এবং অজ্ঞাতনাম ৭০০ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, অবিলম্বে কোটা ১০%-এ কমিয়ে আনা, মেধা কোটা ৯০% করা ও কোটায় বিশেষ পরিক্ষা বাতিলের দাবি জানান।

(এসআই/এসপি/এপ্রিল ১১, ২০১৮)