নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নওগাঁর মান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় তাইফুল ইসলাম (৫৮) নামে একব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার কালিকাপুর-গোপালপুর বাজারের রাস্তায় কালু দফাদারের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইফুল ইসলাম উপজেলার পরানপুর গ্রামের মৃত রফাতুল্যা সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত তাইফুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর প্রসাদপুর বাজারে যাচ্ছিলেন। পথে উল্লেখিতস্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় চেয়ারম্যান ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(বিএম/এসপি/এপ্রিল ১২, ২০১৮)