স্টাফ রিপোর্টার, ঢাকা : রাজধানীর রমনার পশ্চিম মালিবাগ এলাকায় তাসলিমা (১০) নামে এক গৃহপরিচারিকা বিষপানে আত্মহত্যা করেছে।

বৃস্পতিবার ভোর ৫টায় গৃহকর্তা মো. বিন জহির ও তার স্ত্রী তাসলিমা বেগম মুমূর্ষ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের রেজিস্ট্রার বইয়ে পয়জনিং জনিত মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।

তাসলিমার বাবার নাম মো. বকুল। গ্রামের বাড়ি দিনাজপুরে। ২৪/২, পশ্চিম মালিবাগ, রমনায় গৃহপরিচারিকার কাজ করে সে।

এদিকে, গৃহকর্তা জহিরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তাসলিমা ও তার বোন ববি আমার বাসায় কাজ করে। গতরাতে আমরা বাসায় ছিলাম না। তারা দুই বোন ঝগড়া করে। একপর্যায়ে তাসলিমা বিষপান করে।

মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানান, গৃহকর্তা ও তার স্ত্রী দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য রমনা থানায় পাঠানো হয়েছে।

(ওএস/এইচআর/মার্চ ০৬, ২০১৪)