স্টাফ রিপোর্টার, দিনাজপুর : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে ১৪২৪ পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন ১৪২৫ বরণ করে নিতে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী র‌্যালি।

দিনাজপুর জেলা প্রশাসন ও বৈশাখী উদযাপন কমিটি’র যৌথ উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর বড় ময়দাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালীটি বের হয়।

র‌্যালিতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক ড.আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবুর, জেলা পুলিশ সুপার হামিদুল আলম, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেয়।

র‌্যালিটি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বৈশাখের রঙে রঙিন মানুষের পদভারে ভরে ওঠে সমস্ত শহর। র‌্যালীতে আবহমান বাংলার ঐতিহ্য সমূহ স্থান পায়।

এদিকে বাঙালির প্রাণের উৎসব বৈশাখ উপলক্ষে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা।

(এসএএস/এসপি/এপ্রিল ১৪, ২০১৮)