জে জাহেদ, চট্টগ্রাম : কর্ণফুলী উপজেলা বড়উঠান জামায়াতের সেক্রেটারী মোঃ আলমগীর (৩০)কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে কর্ণফুলী থানা পুলিশ তাকে বড়উঠান থেকে গ্রেফতার করে। তিনি জামায়াতে ইসলামীর বড়উঠান ইউনিয়নের নেতা এবং কর্ণফুলী থানার নাশকতা ও ভাংচুর মামলার পলাতক আসামি।

জানা গেছে, কর্ণফুলী থানার অপারেশন অফিসার মোহাম্মদ হোসাইন এর নেতৃত্বে এসআই আলতাফ হোসেন ও সঙ্গীয় র্ফোস বড়উঠান এলাকা থেকে এই দুর্ধর্ষ জামায়াত নেতা মোঃ আলমগীরকে গ্রেফতার করে।

কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা জানান, মোঃ আলমগীরের বিরুদ্ধে কর্ণফুলী থানায় ২টি বিশেষ ক্ষমতা আইনে নাসকতা মামলা, যার একটির নং ১০/১৮ইং তারিখ ৬/২/১৮ এবং পটিয়া থানায় ৩টি মামলা রয়েছে।

এ সবকটি মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে সরকার বিরোধী নানা র্কমকান্ডের অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামি বড় উঠান ইউনিয়নের আব্দুল নুর প্রকাশ লেদু মেস্ত্রীর ছেলে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায়।

(জেজে/এসপি/এপ্রিল ১৪, ২০১৮)